Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“মৎস্যচাষে হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর মলমূত্র, বিষ্ঠা ও নাড়ি ভুঁড়ি কোনভাবেই ব্যবহার করা যাবে না; বিক্রির সময়ে মাছ ও চিংড়িতে বিভিন্ন ক্ষতিকর জেল বা রং জাতীয় পদার্থের ব্যবহার পরিহার করতে হবে; মৎস্যচাষে নিষিদ্ধ ঘোষিত বৃদ্ধিকারক হরমোন প্রয়োগ হতে বিরত থাকতে হবে।। “এ ধরণের কর্মকান্ড মৎস্য সংক্রান্ত আইনে সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ”


ভিশন ও মিশন

রূপকল্প (Vision)

মৎস্য ও মৎস্যজাত উৎস হতে প্রাণিজ আমিষের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধি।

 

অভিলক্ষ্য (Mission)

সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য ও চিংড়িসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জলজসম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে গুণগত মানের পুষ্টি চাহিদা পূরণ এবং রপ্তানি আয় বৃদ্ধি এবং দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষি, তথা বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন।