Wellcome to National Portal
Main Comtent Skiped

“মৎস্যচাষে হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর মলমূত্র, বিষ্ঠা ও নাড়ি ভুঁড়ি কোনভাবেই ব্যবহার করা যাবে না; বিক্রির সময়ে মাছ ও চিংড়িতে বিভিন্ন ক্ষতিকর জেল বা রং জাতীয় পদার্থের ব্যবহার পরিহার করতে হবে; মৎস্যচাষে নিষিদ্ধ ঘোষিত বৃদ্ধিকারক হরমোন প্রয়োগ হতে বিরত থাকতে হবে।। “এ ধরণের কর্মকান্ড মৎস্য সংক্রান্ত আইনে সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ”


Training related advice

প্রশিক্ষণ জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটায়। তাছাড়া- 

১। প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পায়;

২। প্রশিক্ষণের ফলে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়;

৩। প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষ বা মৎস্য সম্পদ ব্যবস্থপনায় অংশগ্রহণ করলে লাভজনক উৎপাদন করা সম্ভব হয়।

আমাদের  ওয়েবপোর্টাল ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

আপনার যেকোন গঠনমূলক পরামর্শ আমাদের জানালে আমরা কৃতার্থ হব।